পটুয়াখালীতে নববর্ষের মঙ্গল শোভাযাত্রা ও ৩ দিনব্যাপী মেলার আয়োজন

পটুয়াখালীতে নববর্ষের মঙ্গল শোভাযাত্রা ও ৩ দিনব্যাপী মেলার আয়োজন
পটুয়াখালীতে নববর্ষের মঙ্গল শোভাযাত্রা ও ৩ দিনব্যাপী মেলার আয়োজন
আব্দুল আলীম খান পটুয়াখালী  প্রতিনিধিঃ পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে ১ লা বৈশাখ ১৪২৬ বাংলা নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও তিন দিনব্যাপী মেলা আয়োজন করা হয়েছে!
 
শোভাযাত্রাটি ১৪ এপ্রিল সকাল ৯ ঘটিকার সময় পটুয়াখালী সার্কিট হাউস থেকে শুরু হয়ে পটুয়াখালী সরকারি গণগ্রন্থাগার, শিল্পকলা একাডেমী, নিউমার্কেট,পাওয়ার হাউজ সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পটুয়াখালী ডিসি মঞ্চে এসে শেষ হয়।
 
এসো হে বৈশাখ! এসো! এসো! শ্লোগানে মুখরিত ছিল মঙ্গল শোভাযাত্রাটি পুরনো দিনের ঐতিহ্য,পুরনো দিনের বাঙালির আতিথিয়তা ছিল অবিরাম! পুরনো দিনের মনকাড়া গান নিত্য ছন্দের তালে তালে,মঙ্গল শোভাযাত্রা-১৪২৬ এ অংশ গ্রহণ করেন বিভিন্ন স্কুল, কলেজ ,মাদ্রাসা,সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ বিভিন্ন পেশার মানুষ,মঙ্গল শোভাযাত্রায় পুরনো দিনের ঐতিহ্য তুলে ধরেছেন স্কুল-কলেজের ছাত্র ছাত্রীরা।
 
নববর্ষের মেলার আয়োজন উদ্ভোধন উপলক্ষে পটুয়াখালী ডিসি মঞ্চে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মহিলা এমপি কাজী কানিজ সুলতানা হেলেন,জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী, পুলিশ সুপার মোহম্মদ মইনুল হাসান, নবনির্বাচিত মেয়র মহিউদ্দিন আহমেদ।আরো উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কাজী আলমগীর হোসেন সহ অন্যান্য সকল প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিলেন।
 
শোভাযাত্রায় পুরানো দিনের ঐতিহ্য ফুটিয়ে তোলার জন্য বিভিন্ন প্রদর্শনী হয়েছিল এদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন গাজী মুনিবুর রহমান নার্সিং কলেজ পটুয়াখালী, দ্বিতীয় স্থান অধিকার করেন D.W.F পটুয়াখালী,তৃতীয় স্থান অধিকার করেন পটুয়াখালী নার্সিং ইনস্টিটিউট,পটুয়াখালী এবং তিন দিন ব্যাপী মেলায় থাকছে গান নিত্য অভিনয় পুরনো দিনের কাহিনি এবং মেলায় উপস্থাপনায় থাকছে মোঃ আমিনুল ইসলাম সিরাজ অধ্যক্ষ বোতলবুনিয়া কলেজ,পটুয়াখালী।